স্থানীয় সরকার

ফরিদপুর

জেলা প্রশাসকের বার্তা

Text size A A A
Color C C C C
জেলা প্রশাসক মাঠ প্রশাসনের কেন্দ্র বিন্দু হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করেন। প্রকৃতপক্ষে, জেলা প্রশাসন সরকারের মাঠ পর্যায়ে প্রশাসনিক এবং উন্নয়নমূলক কর্মকান্ড সরকারি নির্দেশনানুযায়ী বাস্তবায়ন করে থাকেন। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপদানের জন্য ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য ব্যক্ত করেছেন ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ গড়ার সংকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে জেলা প্রশাসনকে ফোকাল পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য অর্জনে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নাগরিক সেবা প্রদান অব্যহত রয়েছে। তথ্য প্রযুক্তির এ যুগে দ্রুত সেবা নিস্পত্তির লক্ষ্যে সরকারের এ ধরণের কর্মকান্ডকে সাধুবাদ জানাই। এ ওয়েব সাইটটি জেলার যোগযোগের এবং তথ্যভান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এর মাধ্যমে জেলা প্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে তেমনি বিশ্বব্যাপী সকল স্তরের নাগরিক বিভিন্ন তথ্য ও সমস্যা সরাসরি প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং প্রতিকার পাবেন। জনসাধারণ এ ওয়েব সাইট থেকে প্রশাসনিক, উন্নয়নমূলক, রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, খনিজ সম্পদ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি খেলাধূলা, বিনোদনমূলক যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যের সেবা পেতে পারেন। সুশাসন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ওয়েব সাইটটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। ওয়েব সাইটটি তথ্য সমৃদ্ধ করার জন্য সর্বস্তরের জনগণের কাছ থেকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আশা করছি। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সকল জেলার ওয়েবসাইট খোলার কার্যক্রমকে স্বাগত জানাই। আমি এ কর্মকান্ডের সার্বিক সাফল্য কামনা করছি।

                                                                                                          ( উম্মে সালমা তানজিয়া )
                                                                                                                 জেলা প্রশাসক
                                                                                                                     ফরিদপুর।

>